প্রথমেই বলে রাখি জিপিএফ এর হিসাব বের করার জন্য আপনাকে হিসাবরক্ষণ অফিসে যাওয়ার দরকার হবে না। আপনার অফিস প্রধানের ডিডিও আইডি থেকেই জিপিএফ এর হিসাব দেখতে পারবেন। এছাড়া আপনার যদি এসডিও একাউন্ট থেকে থাকে তাহলেও আপনি সহজেই আপনার জিপিএফ এর ব্যালেন্স দেখতে পারবেন। অথবা আপনি অনলাইনে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্টের ওয়েবসাইট থেকেও বের করতে পারবেন। তো চলুন কিভাবে বের করবেন একদম প্রাকটিকালি দেখে নেই।
তবে আজকে আমি দেখাবো কিভাবে নিজে নিজে অনলাইনে জিপিএফ এর কপি বের করবেন।
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম
নীচে ধাপে ধাপে দেখানো হলো কিভাবে অনলাইনে আপনার জিপিএফ ব্যালেন্স বের করবেন:
এর জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এটি বাংলাদেশ সরকারের অর্থ বিভাবের সিজিএ এর আওতাধীন একটি প্রতিষ্ঠান।
এরপর নিচের দিকে স্ক্রল করে এখানে আসুন:

ক্লিক করার পর দেখবেন এমন একটি ওউনডো আসবে:

তারপর NID/Smart ID এর ঘরে যেই নাম্বার দিয়ে আপনার পে-ফিক্সেশন করা সেই NID/Smart ID নাম্বারটি টাইপ করুন। এবং নিচের Phone No বক্সে নাম্বার বসান। এবং Submit বাটনে ক্লিক করুন।
তারপর এমন একটি ওইনডো আসবে এবং আপনার নাম্বারে ৬ ডিজিটের একটি OTP আসবে।

সঠিক কোড নাম্বার বসানোর পরই আপনি আপনার জিপিএফ ব্যালেন্স দেখার জন্য দুইটি অপশন পাবেন।
১। GPF ACCOUNTS SLIP
২। GPF SUBSIDIARY LEDGER

তারপর Fiscal year সিলেক্ট করে Go তে ক্লিক করলেই বের হয়ে আসবে আপনার জিপিএফ হিসাব।


এটা আইবাস থেকে অটো জেনারেটেড কপি। আপনি সর্বত্র ব্যবহার করতে পারবেন কোন সিগনেচারের প্রয়োজন নেই।
প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে কি কোনো ফি দিতে হয়?
উত্তর: না, এটি সম্পূর্ণ ফ্রি। কোনো সার্ভিস চার্জ বা ফি নেই।
কি ধরনের তথ্য দেখানো হয় অনলাইনে?
উত্তর: আপনার জমা, সুদ, মোট ব্যালেন্স, এবং আগের বছরের হিসাবের বিস্তারিত।
জিপিএফ কপি কি অফিসে বা ব্যাংকে ব্যবহার করা যাবে?
উত্তর: হ্যাঁ, অনলাইনে জেনারেটেড কপি অফিস বা ব্যাংকে ব্যবহারযোগ্য। কোনো সিগনেচার লাগবে না।
জিপিএফ ব্যালেন্স চেক করার সময় OTP না এলে কি করবেন?
উত্তর: ফোন নম্বর সঠিক কিনা যাচাই করুন। সমস্যা থাকলে ওয়েবসাইটের হেল্পলাইন ব্যবহার করুন।
শেষকথা:
আশা করি এখন নিজে নিজেই ব্যক্তিগত জিপিএফ ব্যালেন্স চেক পারবেন। যদি কোন সমস্যায় পড়েন তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ
#ব্যক্তিগত জিপিএফ তথ্য #জিপিএফ তথ্য #জিপিএফ ব্যালেন্স চেক
আমি একজন অডিটর। সরকারি চাকুরীর সুবাদে বিভিন্ন বিধি বিধান নিয়ে সব সময় স্টাডি করে থাকি। সরকারি সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র প্রায়শই পড়া হয়। তাই নিজের প্রাকটিক্যাল জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি।