এলপিসি (LPC) ফরম পিডিএফ ও Word File

একজন কর্মচারির চাকরির ক্ষেত্রে প্রায়শই প্রশাসনিক ও জনস্বার্থে এক স্থান থেকে অন্য স্থানে বদলি হওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনি যদি নিজেই এই এলপিসি ফরম পুরণ করে আপনি যে হিসাবরক্ষণ অফিসের আওতাধীন আছেন সেখানে নিয়ে গেলে আপনার এলপিসি সহজেই পাঠিয়ে দিবে। তবে এলপিসি ফরম অনেকেই কঠিন মনে করেন পুরন করা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনি সহজেই এটি পুরন করতে পারবেন।

এলপিসি (LPC) ফরম কিভাবে লিখবেন?

এখানে ০১ নং দাগে আপনার নাম ও পদবী লেখার পর যে আদেশ বলে বদলি হয়েছেন তার নাম্বার ও তারিখ তার নিচে কর্মস্থল… এভাবে এই অংশ পুরন করার পর দ্বিতীয় অংশও আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট দেখে পুরন করতে পারবেন।

এবং আপনার ছুটির হিসাবও হিসাবরক্ষণ অফিস থেকে নিতে পারবেন। এবং জিপিএফ এর হিসাবটা নিজেও আইবাস থেকে বের করতে পারবেন। এবং হিসাবরক্ষণ অফিস থেকেও বের করে নিতে পারবেন। এই অংশের তথ্য পুরণ করার পর আপনি ১১ নং দাগের তথ্যপুরন করে হিসাবরক্ষণ অফিসে জমা দিব। বাকি কাজ হিসাবরক্ষণ অফিস করবে। ধন্যবাদ

সরাসরি গুগল ড্রাইভ থেকে পিডিএফটি দেখুন:

https://drive.google.com/file/d/1Sl4vTnmv4_00qy9KhPcz0QnRUEptIIQb/view?usp=sharing

আপনি যদি ওয়ার্ড ফাইলটি পেতে চান তাহলে এই সার্ভার থেকে নিন।

Leave a Comment