বেতন বিবরণী বের করার নিয়ম

এখন একজন কর্মচারীর বেতন বিবরনী/স্যালারি স্টেটমেন্ট বের করা খুবই সহজ। আপনি চাইলে মানথ ওয়াইজ রিপোর্ট বের করতে পারবেন এমনকি পুরো বছরের স্টেটমেন্টও বের করতে পারবেন। এর জন্য আপনাকে আইবাস (IBAS++) এ ডিডিও আইডিতে প্রবেশ করতে হবে। এবং রিপোর্ট এ গিয়ে এই স্যালারি স্টেটমেন্টটা বের করতে হবে। এই সময় নিয়ে লেখাটি দেখুন আমি স্টেপ বােই স্টেপ প্রসেস বলে দিচ্ছি স্যালারি স্টেটমেন্ট বের করার নিয়ম।

অনলাইনে বেতন বিবরণী বের করার নিয়ম

প্রথমে আইবাসে লগিন করে ডিডিও আইডি/অফিস প্রধানের আইডি থেকে আপনি বাজেট এক্সিকিউশন এ যাবেন তারপর Report অপশনে ক্লিক করে Staff Bill এ ক্লিক করে কর্মচারীদের বেতন বিবরনী বের করতে পারবেন।

তাছাড়া অফিসারের ক্ষেত্রে Reports for Employee এ ক্লিক করে বেতন বিল, ট্যাক্স স্টেটমেন্ট, টিএ বিলের ডেলেইলস সহ অন্যান্য রিপোর্ট অতি সহজেই পেয়ে যাবে। এজন্য আপনাকে একইভাবে রিপোর্ট থেকে বের করতে পারবেন।

শেষকথা: যদি এখানে রিপোর্ট বের করা সম্ভব না হয় তাহলে আপনি সরাসরি হিসাবরক্ষণ অফিস থেকেও বের করে নিতে পারবেন। যদি কোন প্রশ্ন থাকে অনুয়েসে করতে পারেন। ধন্যবাদ

Leave a Comment