সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিঠি লেখার ক্ষেত্রে যে সমস্ত বিষয়াদির একদম ম্যান্ডাটরি এবং একটি চিঠিতে অবশ্যই যে সব বিষয়গুলো থাকতে হয়। পাশাপাশি কিছু নমুনা চিঠি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
সরকারি অফিসিয়াল চিঠি লেখার নিয়ম নমুনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা মাধ্যমিক অফিসারের কার্যালয়
ফরিদপুর।
E-mail: faridpurdhseo@gmail.com
নং-০৪.০২.৬৫৪৬.০০০.১৬.০০৪.২৩-৪৮৬ তারিখঃ ০১/০৯/২০২৫খ্রিঃ।
বরাবর,
জেলা মাধ্যমিক অফিসারের কার্যালয়,
শরীয়তপুর।
বিষয়ঃ আগষ্ট/২০২৫ খ্রিঃ মাসের কর্মচারীদের চাকুরী বহি সংক্রান্ত প্রতিবেদন।
সূত্রঃ মাওসি/সমন্বয়/৮৭/৯৩-৯৪/৬-৭/৯৯/১৫৭ তারিখঃ ০৬/০৬/২০০০ খ্রিঃ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, বিষয়োক্ত চাহিদা মোতাবেক অত্র কার্যালয়ের আগষ্ট/২০২৫ খ্রিঃ মাসের চাকুরী বহির হিসাব নিম্নে প্রদত্ত হলো।
| অফিসের নাম | পূর্বের জের | চলতি মাসে প্রাপ্তি | সম্পাদিত বহি | অবশিষ্ট | বিলম্বের কারণ |
| জেলা মাধ্যমিক অফিস, ফরিদপুর | ১২২৫ | ৫২ | ৫০ | ০২ | সময়মত নিয়োগ প্রকিয়া না হওয়ায়। |
| মোট | ১২২৫ | ৫২ | ৫০ | ০২ |
(মো: রাসেল হাওলাদার)
মাধ্যমিক শিক্ষা অফিসার
ফরিদপুর|
আমি একজন অডিটর। সরকারি চাকুরীর সুবাদে বিভিন্ন বিধি বিধান নিয়ে সব সময় স্টাডি করে থাকি। সরকারি সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র প্রায়শই পড়া হয়। তাই নিজের প্রাকটিক্যাল জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি।